আকাশের কিংবদন্তী এমন একদিন ছিল যখন আকাশকে হাত দিয়ে ছোঁয়া যেত। তখন আকাশ ছিল মাটির কাছাকাছি। ঠিক দেবতা উয়েন্দের মত। কারণ, আকাশ আর উয়েন্দে তো একই মানুষ। যে জগত তিনি তৈরী করেছেন উয়েন্দে ছিলেন তার খুবই কাছে।
বাংলা সাহিত্য - অনলাইন বাংলা ম্যাগাজিন